মিয়ানমারে ১৫০ বস্তা সিমেন্ট পাচারকালে চট্টগ্রামের উপকূলে আটক ৫
- আপডেট: ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ১৮০৪৬

নিজস্ব প্রতিবেদক;
বাংলাদেশী সিমেন্টের বিনিময়ে, ইয়াবাসহ বিভিন্ন মাদক আমদানি প্রতিরোধে মিয়ানমারে পাচারকালে ১৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ( ১৮ জুলাই ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত বৃহস্পতিবার ( ১৭ জুলাই) মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক টহল চলাকালীন চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেল হতে সন্দেহজনক ১ টি কাঠের বোট আটক করা হয়। পরবর্তীতে আটককৃত বোটটি তল্লাশি করে মিয়ানমারে পাচারকালে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ১৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারী চক্রটি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশী সিমেন্টের বিনিময়ে মিয়ানমার হতে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য নিয়ে আসছিল।
জব্দকৃত সিমেন্ট, পাচারকারী এবং পাচারকাজে ব্যবহৃত বোট এর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।




















