০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
শিরোনাম:
মিরপুরে স্বপ্ন সুপার শপের জেনারেটরে অগ্নিকাণ্ড
- আপডেট: ০৩:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ১৮০৬২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুর সাড়ে ১১ এলাকায় স্বপ্ন সুপার শপের জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (২৩ জুলাই) দুপুর ১টা ১২ মিনিটের দিকে মিরপুর সাড়ে ১১ এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় স্বপ্ন সুপার শপে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
স্বপ্ন সুপার শপের এই শাখাটি কসমস স্কুল ভবনের নিচতলায় অবস্থিত।




















