০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
শিরোনাম:
শেখ হাসিনাকে বুজুংবাজুং বুঝিয়ে তাপস ও আতিক নগর ভবন দিয়ে পালিয়ে যায়
- আপডেট: ১২:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ১৮০২৬

আমানুর রহমান রনি
ঢাকার মতন দুটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে যেদিন ননপলিটিক্যাল শেখ তাপস ও আতিকুল ইসলামকে আওয়ামী লীগ ঘোষণা করছে, সেদিনই ঢাকা থেকে আওয়ামী লীগের রাজনীতি পালিয়েছে।
কর্মী বিচ্ছিন্ন,জন বিচ্ছিন্ন এমন অরাজনৈতিক লোক ঢাকার মত গুরুত্বপূর্ণ সিটির মেয়রের প্রার্থী হয় কোন ক্যাটাগরিতে?
এলিট ক্লাসের আতিক ও তাপসের সঙ্গে ঢাকার আওয়ামী লীগের তৃণমূলের কোন সংযোগ ছিল না।
অথচ এই দুই সিটিতে অর্থশত বছর ধরে আওয়ামী লীগ করে এমন অসংখ্য রাজনীতিক ছিলেন।
গজিয়ে ওঠা আতিকুল এবং পরিবারের কোঠায় তাপসকে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করা ছিল ঢাকায় আওয়ামী লীগের বড় রাজনৈতিক পরাজয়।
আর এটা প্রমাণ হয়, সবার আগে নেত্রী শেখ হাসিনাকে বুজুংবাজুং বুঝিয়ে তাপস ও আতিক নগর ভবন দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা।
লেখক: সিনিয়র সাংবাদিক

















