১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
শিরোনাম:
টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
- আপডেট: ০১:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ১৮০২০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টার পরে গাবতলী টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করে দারুসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন বলেন, সকাল সাড়ে ১০ টার পর থেকে সাড়ে ১১ টা পর্যন্ত টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করে রাখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তারা সড়ক অবরোধ করে।
এক প্রশ্নের জবাবে ওসি রকিবুল বলেন, শিক্ষার্থীরা সাড়ে ১১ টার পরে সড়ক ছেড়ে দেয়। এখন গাবতলী টেকনিক্যাল মোড়ে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


















