মিরপুরে পুলিশের লুট হওয়া পিস্তলসহ যুবক গ্রেফতার
- আপডেট: ০২:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর থানা থেকে লুট হয়ে যাওয়া একটি পিস্তলসহ মো.আবু হানিফ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার(৭ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমান এ তথ্য জানান।
থানা সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাত পৌনে ৮টার দিকে পশ্চিম মনিপুর মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দাউদপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আবু হানিফ মোল্লাপাড়া এলাকায় ভাড়া থাকতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রটি গত বছরের ৫ আগস্ট মিরপুর মডেল থানা থেকে লুট করা হয়েছিল।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


















