শাহজালালে পাকস্থলীতে ১ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক
- আপডেট: ১০:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী বেশে পাকস্থলীতে ইয়াবা বহনকালে মো.রাজু মোল্লা (৩২) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে তার পাকস্থলী থেকে এক হাজার নয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (১৭সেপ্টেম্বর) রাতে বিমানবন্দর থানায় গ্রেফতার রাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর জানান, বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীন বিএস ১৪২ ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা বহনকালে রাজু মোল্লাকে বিমানবন্দর বলাকা ভবনের উত্তর পার্শ্ব এলাকা থেকে আটক করা হয়।
তিনি জানান,জিজ্ঞাসাবাদে সে পাকস্থলীতে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। পরে চিকিৎসকের মাধ্যমে এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তুর সন্ধান মেলে। এরপর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো অবস্থায় ২০ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এসব প্যাকেট খুলে মোট এক হাজার নয় পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
রাজু মোল্লা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পাচারের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানান এপিবিএন’র এই কর্মকর্তা।
















