মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: সাজ্জাদুল মিরাজ
- আপডেট: ০৯:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০৬৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মরহুম আরাফাত রহমান কোকো মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মিরপুরে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর ১ নম্বর গুদারাঘাট চারতলা মাঠে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুল মিরাজ বলেন,আমরা একটি মাদকমুক্ত সমাজ চাই। তরুণ প্রজন্ম যদি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকে,তাহলে কোনো অপশক্তিই তাদের মাদকের অন্ধকার জগতে টেনে নিতে পারবে না। খেলাধুলা শুধু শরীর-মনকে সুস্থ রাখে না,এটি একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন,খেলাধুলার মাঠেই তরুণদের স্বপ্ন ও প্রতিভা বিকশিত হয়। তাই প্রত্যেক তরুণকে খেলাধুলার সঙ্গে যুক্ত করার জন্য সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এসময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















