ছাতক-দোয়ারাবাজার (সুনামগঞ্জ)-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কলিম উদ্দিন আহমেদ মিলন
- আপডেট: ১২:২২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১৮০০৬

সেলিম মাহবুব,ছাতকঃ
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির মনোনয়ন পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা থাকায় এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য তাকে মনোনয়ন দেয় বিএনপি।
(৩ নভেম্বর) সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী তাকে সংসদ নির্বাচনে প্রার্থী করা হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।













