১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

২ লক্ষ টাকার বাংলাদেশী মালামাল পাচার কালে আটক করেছে ৩ বিজিবি

  • আপডেট: ১০:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ১৮০০০

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার গিলাতলী বিওপি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার সমমূল্যের বাংলাদেশী মালামাল আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৩ বিজিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় গিলাতলী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আইউবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গিলাতলীর নতুন পাড়া এলাকায় মেইন পিলার হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ভারতীয় সীমান্তের দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের দেশীয় মালামাল আটক করা হয়।

আটককৃত মালামালের মধ্যে ছিল—সিস্টেম ব্যাবিসেট কীটনাশক, চ্যাপা শুটকি ও নাপ্পি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।

এ বিষয়ে পানছড়ি ৩ বিজিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

২ লক্ষ টাকার বাংলাদেশী মালামাল পাচার কালে আটক করেছে ৩ বিজিবি

আপডেট: ১০:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার গিলাতলী বিওপি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার সমমূল্যের বাংলাদেশী মালামাল আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৩ বিজিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় গিলাতলী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আইউবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গিলাতলীর নতুন পাড়া এলাকায় মেইন পিলার হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ভারতীয় সীমান্তের দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের দেশীয় মালামাল আটক করা হয়।

আটককৃত মালামালের মধ্যে ছিল—সিস্টেম ব্যাবিসেট কীটনাশক, চ্যাপা শুটকি ও নাপ্পি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।

এ বিষয়ে পানছড়ি ৩ বিজিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।