০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
শিরোনাম:
রাণীশংকৈল শান্তিপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট: ০৮:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১৮০০০

নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শান্তিপুর এলাকা থেকে তরিকুল ইসলাম (৩৫) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তরিকুল ইসলাম ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাণীশংকৈল পৌরসভার শান্তিপুর এলাকার জাকের পার্টির নেতা লিটন আলীর বাড়িতে পরিবারসহ ভাড়া থেকে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে তরিকুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তরিকুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে।
রাণীশংকৈল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


















