ঠাকুরগাঁয়ে জমে উঠেছে নৈশকালীন ক্রিকেট ম্যাচ এবং..!
- আপডেট: ১২:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ১৮০০৪

মোঃ আব্দুস সবুর কাদেরী দুলাল।
আজ-কাল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা,রানীশংকৈল,বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার যত্রতত্র জমে উঠছে দর্শক বিহীন নৈশকালীন ক্রিকেট টুর্নামেন্ট ও নাচ গানের অনুষ্ঠান।
উদ্বোধনীর সময় গণ্যমান্য ও তরুণ প্রজন্মসহ উপচে পড়া ভিড় থাকলেও চূড়ান্ত পর্বে দর্শক শূন্য হয়ে পড়ে গ্যালারি।গভীর রাতে দর্শকগণ ক্লান্ত হয়ে নিদ্রা কুসুম যেতে বাধ্য হয় তখন।
বিভিন্ন এলাকার উড়তি তরুন খেলোয়াড়গণ অত্যন্ত মানসম্পন্ন ও চমকপ্রদ খেলা দর্শকদের উপহার দিয়ে থাকেন।রাত গভীর হওয়ার কারণে সাধারণ দর্শক তখন আর থাকেন না।
অপরদিকে নিয়মিতই গভীর রাতে মাইকে বা সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজনা আর ধারাভাষ্যের শব্দ আশপাশের গ্রামের রোগাক্রান্ত,বৃদ্ধ ও শিশুদের বিরক্তির যথেষ্ট কারণও হয়ে দাঁড়িয়েছে।
এ ব্যাপারে আয়োজক এবং সম্মানিত স্থানীয় ও রাজনৈতিক অতিথিগণ সহ সকলকে সচেতন থাকা আবশ্যক।
অত্যন্ত সুন্দর মানসম্পন্ন এই খেলা গুলি খেলা দিনের বেলায় অনুষ্ঠিত হলে হলে সকলে উপভোগ করতে পারবে ধারণ করা হচ্ছে।

























