শান্তিগঞ্জে সৈয়দ তালহা আলমের নির্বাচনী মতবিনিময়
- আপডেট: ০৭:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ১৮০০৫

শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলমের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের উদ্যোগে বীরগাও পূর্ব পাড়ার খেলার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: ছালেক উদ্দিন পরিচালনায় করেন হাফিজ আতিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলম বলেন, “রাজনীতি আমার কাছে সেবার অঙ্গন, ক্ষমতার নয়। আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি— আমি সংসদ সদস্য নির্বাচিত হই বা না হই, ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি পাশে থাকবো।
আমার একটাই লক্ষ্য—উদ্দেশ্য জনগণের আস্থা অর্জন করা এবং এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক শান্তিগঞ্জ-জগন্নাথপুর গড়ে তোলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা হোসাইন আহমদ সভাপতি শান্তি গন্জ উপজেলা জমিয়ত মাওলানা খলিলুর রহমান নির্বাহী সভাপতি শান্তি গন্জ উপজেলা জমিয়ত হাফিজ আতিকুর রহমান সহ সাধারণ সম্পাদক উপজেলা জমিয়ত মাওলানা ওয়েছ আহমদ সাংগঠনিক সম্পাদক জেলা যুব জমিয়ত মোঃ আক্তার হোসেন অর্থ সম্পাদক জেলা যুব জমিয়ত প্রমুখ।
বক্তারা বলেন,সুনামগঞ্জ-৩ আসনে সৈয়দ তালা আলমের মতো শিক্ষিত এই অঞ্চলের জনগণের প্রকৃত কল্যাণ, রাজনৈতিক স্থিতিশীলতা ও দলীয় উন্নয়ন সম্ভব।”
সভায় আরও উপস্থিত ছিলেন আশপাশের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ।
বক্তারা শেষে সৈয়দ তালহা আলমের পাশে থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।



















