০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

সনেট            বলো- সে উপায়  —————————————————-   

  • আপডেট: ০৫:৪১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ১৮০২৩

 

 

কে? ডাকিল মোরে এই নিশি কাটা ভোরে, কে? দিলো বিরহ ঝড় বক্ষ বালু চর, ভাঙিয়া বসতি ঘর কে করিলে পর?

সারা নিশি তার তরে আঁখি বারি ঝরে।

 

 

জীবন মোর কাটিলো অমানিশা ঘোরে,

পাইনি যা কি? আছে তা- হারানোর ডর,

শ্বাসে- শ্বাসে বক্ষে বহে বিরহের ঝড়,

প্রিয়তম মোর- রহে, সে কার- বাসরে?

 

পেরেছো কি? ভুলিতে না ভুলিবার ছল,

চোখে চোখ রেখে বলো মোরে সত্যি কথা, কেমনে ভুলিলে কোন দৈব্যের কৃপায়?

 

চিত্ত নীড়ে তাহা স্মরে প্রশ্ন ঢলা-ঢল,

মিথ্যা সুখ থেকে ভালো শত সত্য ব্যথা,

ভুলিতে আমিও চাই, বলো সে উপায়।

 

 

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

লেখকঃ- শামীমা আক্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সনেট            বলো- সে উপায়  —————————————————-   

আপডেট: ০৫:৪১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

 

 

কে? ডাকিল মোরে এই নিশি কাটা ভোরে, কে? দিলো বিরহ ঝড় বক্ষ বালু চর, ভাঙিয়া বসতি ঘর কে করিলে পর?

সারা নিশি তার তরে আঁখি বারি ঝরে।

 

 

জীবন মোর কাটিলো অমানিশা ঘোরে,

পাইনি যা কি? আছে তা- হারানোর ডর,

শ্বাসে- শ্বাসে বক্ষে বহে বিরহের ঝড়,

প্রিয়তম মোর- রহে, সে কার- বাসরে?

 

পেরেছো কি? ভুলিতে না ভুলিবার ছল,

চোখে চোখ রেখে বলো মোরে সত্যি কথা, কেমনে ভুলিলে কোন দৈব্যের কৃপায়?

 

চিত্ত নীড়ে তাহা স্মরে প্রশ্ন ঢলা-ঢল,

মিথ্যা সুখ থেকে ভালো শত সত্য ব্যথা,

ভুলিতে আমিও চাই, বলো সে উপায়।

 

 

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

লেখকঃ- শামীমা আক্তার