শান্তিগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
- আপডেট: ০৮:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ১৮০২১

শান্তিগঞ্জ প্রতিনিধি::
দেশের খেলাধুলাকে আরও এগিয়ে নিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এই ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান, পাগলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক মৃদুল কান্তি তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা শান্তিগঞ্জ উপজেলা পরিষদের পাশে নির্মিত নতুন উপজেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।




















