০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

রাণীশংকৈলে বিষ এক্সপ্রে করে ভুট্টার ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা থানায় অভিযোগ

  • আপডেট: ১১:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৪৯

 

 

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

রাতের আঁধারে সন্ধারই গ্রামের বাদী হাফিজ উদ্দিন তফসিলভুক্ত জমি যার জেল নাম্বার -৬৯.খতিয়ান নং – ৪৩০/৩১৪.দাগ নং-৪৫৯.জমির পরিমাণ -৪২শতক. এর ভোগ দখলীয় জমি থেকে এলাকার বিবাদী. সাদিকুল. সোহাগ শান্ত গং হাফিজ উদ্দিনের ৪২শতক জমিতে ভুট্টা ফসলে বিষ এক্সপ্রে করে বিনষ্ট করেছে। যার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। এ ঘটনায় বাদী হাফিজ উদ্দিন ঐদিনই তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে থানার এস আই জোতিষ আজ ২ ডিসেম্বর দুপুরের দিকে ঘটনাস্থল তদন্ত করেছেন. এ বিষয়ে এসআই জোতিষের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন. ঘটনাস্থল তদন্ত করা হয়েছে, তদন্ত সাপেক্ষ সত্যতা পেলে ব্যাবস্থা নেওয়া হবে।

 

সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম ২ ডিসেম্বর দুপুরে সরেজমিন তদন্ত করেন, তিনি এপ্রতিনিধিকে বলেন, ভুট্টা ক্ষেতে বিষ এক্সপ্রে করে জালিয়ে দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাণীশংকৈলে বিষ এক্সপ্রে করে ভুট্টার ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা থানায় অভিযোগ

আপডেট: ১১:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

 

 

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

রাতের আঁধারে সন্ধারই গ্রামের বাদী হাফিজ উদ্দিন তফসিলভুক্ত জমি যার জেল নাম্বার -৬৯.খতিয়ান নং – ৪৩০/৩১৪.দাগ নং-৪৫৯.জমির পরিমাণ -৪২শতক. এর ভোগ দখলীয় জমি থেকে এলাকার বিবাদী. সাদিকুল. সোহাগ শান্ত গং হাফিজ উদ্দিনের ৪২শতক জমিতে ভুট্টা ফসলে বিষ এক্সপ্রে করে বিনষ্ট করেছে। যার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। এ ঘটনায় বাদী হাফিজ উদ্দিন ঐদিনই তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে থানার এস আই জোতিষ আজ ২ ডিসেম্বর দুপুরের দিকে ঘটনাস্থল তদন্ত করেছেন. এ বিষয়ে এসআই জোতিষের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন. ঘটনাস্থল তদন্ত করা হয়েছে, তদন্ত সাপেক্ষ সত্যতা পেলে ব্যাবস্থা নেওয়া হবে।

 

সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম ২ ডিসেম্বর দুপুরে সরেজমিন তদন্ত করেন, তিনি এপ্রতিনিধিকে বলেন, ভুট্টা ক্ষেতে বিষ এক্সপ্রে করে জালিয়ে দিয়েছে।