দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার অফিসার জনাব, মো: আব্দুল গফুর স্যারের বদলিজনিত বিদায় সংবর্ধনা
- আপডেট: ১০:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৪৮

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার অফিসার জনাব, মো: আব্দুল গফুর স্যারের বদলিজনিত বিদায় সংবর্ধনা
“রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: বীরগঞ্জ থানা কম্পাউন্ডে বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ পরিদর্শক তদন্ত, জনাব মোহাম্মদ শিহাব উদ্দীন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাওন কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কল, দিনাজপুর, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনাব মো: জাহাঙ্গীর বাদশা রনি, সেকেন্ড অফিসার, বীরগঞ্জ থানা।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালান দায়িত্বে ছিলেন, এসআই(নি:) রায়হান নবী, এসআই(নি:) সুমন দেবনাথ, এসআই(নি:) দেবাষীশ চন্দ্র বর্মন, এসআই(নি:) নিহার রঞ্জন সরকার, এএসআই(নি:) জনাব মো: সিরাজুল আওলাদ, এএসআই(নি:) মো: হকিকুল ইসলাম, এএসআই(নি:) শিবু রায় ও এএসআই(নি:) মো জাকির হোসেন সহ অন্যান্য অফিসার ফোর্স বৃন্দ
অনুষ্ঠানে বিদায় অফিসার ইনচার্জ জনাব, মো: আব্দুল গফুর স্যারের কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেন। একসঙ্গে কাজ করার স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত থানার কর্মকর্তাগন সকলেই আবেগাপ্লুত হন। পরবর্তীতে থানার সকল পুলিশ সদস্যগন থানার পক্ষ থেকে জনাব মো: আব্দুল গফুর স্যার ও তাঁর পরিবারের হাতে সম্মাননা স্মারক সহ বিশেষ উপহার সামগ্রী প্রদান করেন।




















