রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
- আপডেট: ০২:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১৮০২৭

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ও আদম্য নারী পুরস্কার উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর, মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়। নারী-পুরুষ, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবীরা এতে অংশ নেন। র্যালিটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসে।
উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগ দিবসটি পালিত হয়। সহযোগিতা করে World Vision REACTS-IN Project, দীপ শিয়া–সেফ প্রকল্প, সিডিএ এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলো।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, নিরাপত্তা, শিক্ষা এবং কর্মসংস্থানে সমান সুযোগ নিয়ে কথা বলেন। তারা বলেন, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং পরিবারের সহযোগিতা ছাড়া নারীর অগ্রগতি সম্ভব নয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, ঠাকুরগাঁও–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার, অধিকার পরিষদের এমপি পদপ্রার্থী মামুনুল হক মামুন, জামায়াতের উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রজব আলী, রাণীশংকৈল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার এবং রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
আলোচনা শেষে বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রাখায় পাঁচজন নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। স্থানীয় প্রশাসন উদ্যোক্তাদের সফলতা ও সমাজে তাদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।




















