০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

পুলিশি অভিযানে বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের চার নেতা আটক

  • আপডেট: ০১:০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০২৪

পুলিশি অভিযানে বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের চার নেতা আটক

 

আব্দুন নুর আজাদ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকায় চালানো ধারাবাহিক পুলিশি অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে আটক করেছে পুলিশ।

 

আটক ব্যক্তিরা হলেন— বড়বাড়ী ইউনিয়নের যুবলীগ নেতা ও গোয়ালকারী গ্রামের মরহুম সাইফুল্লাহর ছেলে রাশেল পারভেজ (৩০), বড়বাড়ী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও বড়বাড়ী বটের হাট গ্রামের মরহুম আব্দুল হালিমের ছেলে আহসান উল্লাহ ওরফে এরশাদ (৪২), লালাপুর কালমেঘ গ্রামের ইউসুফ আলীর ছেলে ও দুওসুও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন (৩০) এবং চাড়োল ইউনিয়নের সাবাসপুর গ্রামের মরহুম পইমতদ্দীনের ছেলে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গী আলম (৫০)।

 

পুলিশ সূত্রে জানা যায়, পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে বালিয়াডাঙ্গী থানায় নেওয়া হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের ঠাকুরগাঁও জেলা আদালতে হাজির করা হবে।

 

সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় পূর্ব থেকেই বিস্ফোরক ও নাশকতার একাধিক মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের শাসনামলে এসব ব্যক্তির বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল, যার কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন।

 

এই গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পুলিশি অভিযানে বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের চার নেতা আটক

আপডেট: ০১:০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

পুলিশি অভিযানে বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের চার নেতা আটক

 

আব্দুন নুর আজাদ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকায় চালানো ধারাবাহিক পুলিশি অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে আটক করেছে পুলিশ।

 

আটক ব্যক্তিরা হলেন— বড়বাড়ী ইউনিয়নের যুবলীগ নেতা ও গোয়ালকারী গ্রামের মরহুম সাইফুল্লাহর ছেলে রাশেল পারভেজ (৩০), বড়বাড়ী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও বড়বাড়ী বটের হাট গ্রামের মরহুম আব্দুল হালিমের ছেলে আহসান উল্লাহ ওরফে এরশাদ (৪২), লালাপুর কালমেঘ গ্রামের ইউসুফ আলীর ছেলে ও দুওসুও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন (৩০) এবং চাড়োল ইউনিয়নের সাবাসপুর গ্রামের মরহুম পইমতদ্দীনের ছেলে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গী আলম (৫০)।

 

পুলিশ সূত্রে জানা যায়, পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে বালিয়াডাঙ্গী থানায় নেওয়া হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের ঠাকুরগাঁও জেলা আদালতে হাজির করা হবে।

 

সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় পূর্ব থেকেই বিস্ফোরক ও নাশকতার একাধিক মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের শাসনামলে এসব ব্যক্তির বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল, যার কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন।

 

এই গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পায়।