১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ছাতকে পুলিশের অপারেশন ডেবিল হান্ট (২)এ গ্রেফতার দুইজন 

  • আপডেট: ০৬:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০১৮

ছাতকে পুলিশের অপারেশন ডেবিল হান্ট (২)এ গ্রেফতার দুইজন

 

সেলিম মাহবুবঃ

ছাতক থানা পুলিশ অপারেশন ডেবিল হান্ট-২ পরিচালনা করে রাজনৈতিক মামলার ২ আসামী-কে গ্রেফতার করেছে। মোঃ উরুন মিয়া (৬৫) ও হাসান আহমদ দুদু মিয়া (২৯) নামে এ দুই আসামী-কে বুধবার রাত গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতার মোঃ উরুন মিয়া উপজেলার ভাতগাঁও ইউনিয়নের

ঝিগলী-সনজবপুর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে ও ভাতগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

 

ছাতক থানার মামলা নং-১৫, তারিখ- ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ধারা-The Special Powers Act, 1974 Section 15/(3) /25D. এর তদন্তে সন্দিগ্ধ আসামী মোঃ রুন মিয়া। অপর

আসামী হাদান আহমদ দুদু মিয়া কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে ও উপজেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক। ছাতক থানার মামলা নং-২৮, তারিখ- ২২ জুলাই, ২০২৫ ইং, ধারা- The Special Powers Act, 1974 Section 15 (3)/25D এর তদন্তে প্রাপ্ত আসামী হাসান আহমদ দুদু মিয়া।

 

এ ব্যাপারে জানতে চাইলে ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীদের-কে পুলিশ স্কটে আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ছাতকে পুলিশের অপারেশন ডেবিল হান্ট (২)এ গ্রেফতার দুইজন 

আপডেট: ০৬:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

ছাতকে পুলিশের অপারেশন ডেবিল হান্ট (২)এ গ্রেফতার দুইজন

 

সেলিম মাহবুবঃ

ছাতক থানা পুলিশ অপারেশন ডেবিল হান্ট-২ পরিচালনা করে রাজনৈতিক মামলার ২ আসামী-কে গ্রেফতার করেছে। মোঃ উরুন মিয়া (৬৫) ও হাসান আহমদ দুদু মিয়া (২৯) নামে এ দুই আসামী-কে বুধবার রাত গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতার মোঃ উরুন মিয়া উপজেলার ভাতগাঁও ইউনিয়নের

ঝিগলী-সনজবপুর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে ও ভাতগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

 

ছাতক থানার মামলা নং-১৫, তারিখ- ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ধারা-The Special Powers Act, 1974 Section 15/(3) /25D. এর তদন্তে সন্দিগ্ধ আসামী মোঃ রুন মিয়া। অপর

আসামী হাদান আহমদ দুদু মিয়া কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে ও উপজেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক। ছাতক থানার মামলা নং-২৮, তারিখ- ২২ জুলাই, ২০২৫ ইং, ধারা- The Special Powers Act, 1974 Section 15 (3)/25D এর তদন্তে প্রাপ্ত আসামী হাসান আহমদ দুদু মিয়া।

 

এ ব্যাপারে জানতে চাইলে ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীদের-কে পুলিশ স্কটে আদালতে সোপর্দ করা হয়েছে।