১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
শিরোনাম:
“গাজীপুরে দুর্বৃত্তের হাতে মৃত্যু-১জন”
- আপডেট: ১১:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ১৮০১৯

“গাজীপুরে দুর্বৃত্তের হাতে মৃত্যু-১জন”
মোঃ রেজাউল করিম
নিজস্ব প্রতিনিধিঃ
“গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম ফরিদ সরকার (৪১)।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কেবিএম ব্রিকস নামের একটি ইটভাটায় এ হত্যাকাণ্ডটি ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুর্বৃত্তরা ফরিদ সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষ।




















