দিশারি কিন্ডারগার্টেন স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
- আপডেট: ০৭:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ১৮০১২

দিশারি কিন্ডারগার্টেন স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক :
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কাঁঠাল ডাংগী বাজার ঈদগাহ মাঠ সংলগ্ন দিশারি কিন্ডারগার্টেন স্কুলটি ২০১৭সালে স্থাপিত হয়। শিক্ষা অঙ্গনে ও ক্রীড়া আনন্দ বিনোদন সহ পাঠ্য কর্মসূচিতে একধাপ এগিয়ে। তাই প্রতি বছরের ন্যায় এ বছর ও ২০২৬ইং শিক্ষাবর্ষে প্লে -৫ম শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক রিজভী আহমেদ রিশান। পরীক্ষায় প্রথম স্হান ১৪জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোছা:রীনা নাসরীন প্রধান শিক্ষক মো:মসলিম উদ্দিন সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষিকা, আফসানা পারভীন, রুকসানা পারভীন, মোহাম্মদ আলী, সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ অত্র প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোছা:রীনা নাসরীন জানান, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর এই ভবিষ্যত প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের নতুন বই পেয়ে খুব খুশি।



















