বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বালিয়াডাঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল
- আপডেট: ১০:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ১৮০১৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বালিয়াডাঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল
আব্দুন নুর আজাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কালমেঘ ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৫ নম্বর দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির তুখোড় নেতা ও সুনামধন্য শিক্ষক সাদেকুল ইসলাম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন ৫ নম্বর দুওসুও ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো. মোজাম্মেল হক, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট ইউসুফ আলী, যুগ্ম আহ্বায়ক আবু হায়াত নুরুন্নবী, ড. এটিএম মাহবুবুর রহমান, এডভোকেট আবেদুর রহমান, খোরশেদ আলম, হাসিন মুহিব অয়ন চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুস সালাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫ নম্বর দুওসুও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান বিপুল।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর আজীবন সংগ্রাম জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর রুহের মাগফেরাত কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর পরিবার-পরিজনের কল্যাণ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
শেষে সাংবাদিক হাফেজ আব্দুন নুর আজাদের পরিচালিত দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



















