নিজস্ব প্রতিবেদক,ঢাকা
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তিনটি অতি গুরুত্বপূর্ণ ইউনিটে রদবদল হতে যাচ্ছে। যার মধ্যে গোয়েন্দা শাখা, অপারেশন শাখা এবং র্যাব-১ ব্যাটালিয়নের নেতৃত্বে আসছে নতুন মুখ। র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম শহিদুর রহমান এক অফিস আদেশে এই রদবদলের নির্দেশ দেন। মঙ্গলবার (৮ জুলাই) র্যাব সদর দপ্তরের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। আগামী সপ্তাহের শুরুতে কর্মকর্তারা তাদের বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।
র্যাব-১ এর নতুন অধিনায়ক আশিকুর রহমান
সূত্র বলছে, র্যাব-১ এর নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বর্তমান অপারেশন উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি অল্প কিছুদিন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সিলেটভিত্তিক র্যাব-৯ ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন।
লে. কর্নেল আশিকুর রহমান একজন অভিজ্ঞ ও চৌকস কর্মকর্তা হিসেবে খ্যাত। তার অধীনে পরিচালিত বেশ কয়েকটি সফল অভিযান বাহিনীর অর্জনকে আরও দৃঢ় করেছে।
অপারেশন উইংয়ের নেতৃত্বে লে. কর্নেল জাহিদুল করিম
অপারেশন উইংয়ের নতুন পরিচালক হচ্ছেন লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম। বর্তমানে তিনি র্যাব-১ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে র্যাব-১ বেশ কিছু গুরুত্বপূর্ণ ও আলোচিত অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে অন্যতম ছিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার রহস্য উদঘাটন এবং দুই ছাত্রীসহ সংশ্লিষ্টদের গ্রেফতার।
সর্বশেষ সোমবার (৭ জুলাই) তিনি নেতৃত্ব দেন এমন একটি অভিযানের, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে দুই নাইজেরিয়ানসহ তিন জনকে গ্রেফতার করে র্যাব-১।
গোয়েন্দা বিভাগের দায়িত্বে আসছেন লে. কর্নেল জয়নুল আবেদীন
র্যাবের গোয়েন্দা শাখায় দীর্ঘদিন শূন্য থাকা পরিচালক পদে এবার নিয়োগ পাচ্ছেন র্যাব-১৩ এর বর্তমান অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জয়নুল আবেদীন। তিনি চলতি বছরের এপ্রিল মাসে রংপুরে অবস্থিত র্যাব-১৩ ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে যোগ দেন।
গত বছরের ১৯ নভেম্বরের পর থেকে গোয়েন্দা শাখার পরিচালক পদ ফাঁকা ছিল। এ সময়ে মেজর জুলকার নাঈম ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অতীতে র্যাবের ইতিহাসে এত দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা থাকেনি।
আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের নভেম্বরে র্যাবের পাঁচ কর্মকর্তাকে একযোগে বাহিনী থেকে প্রত্যাহার করে নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়। তারা হলেন— র্যাব সদর দপ্তরের কমিউনিকেশন উইংয়ের পরিচালক লে. কর্নেল মোস্তাক আহমেদ, গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল সাইফুল ইসলাম সাইফ, অপারেশন উইংয়ের পরিচালক লে. কর্নেল আব্দুর রহমান, র্যাব-৫ এর অধিনায়ক ফিরোজ কবীর এবং র্যাব-১১ অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।
বিশ্লেষকরা বলছেন, এসব রদবদল বাহিনীর কাঠামোতে নতুন গতি আনবে। পাশাপাশি মাঠপর্যায়ের তৎপরতা এবং গোয়েন্দা কার্যক্রম আরও শক্তিশালী হবে।