নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরের মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এলাকায় সেনাবাহিনীর অভিযানে মুহাম্মাদ জুম্মন (৬৮) নামে একজন শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে মুহাম্মাদ জুম্মনকে হাতেনাতে আটক করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড রোধে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মাঠে কাজ করে যাচ্ছে।
সেনাসূত্র জানায়, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।