নিজস্ব প্রতিবেদক,ঢাকা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ২৩ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা ট্রাফিক বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন—মো. আব্দুল হামিদ ও মো. রাহাত উল্লাহ।
শনিবার (১২ জুলাই ) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,আজ শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বরে ট্রাফিক বিভাগের চেকপোস্টে একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় পেছনে থাকা আরোহীর ব্যাগে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ২৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।