বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঁচ আগষ্টের পর বলেছেন নানান ষড়যন্ত্রের আলামত অনুমেয় নতুন কিছু নয় দলের প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের শাসন আমল থেকে দেশি বিদেশি কুচক্রী মহল সদা তৎপর রয়েছে ।।
এদের প্রথম টার্গেট দলে মীরজাফর চিন্হিত করে নানান প্রলোভনে দেশপ্রমিক জনতার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে কালিমা লেপন করা।।
যেন মানুষের মন বিষিয়ে উঠে ,, তাই আপনারা ত্যাগী পরিক্ষিত যারা দলের আদর্শে অনুগত হয়ে দীর্ঘদিন ।
" কুচক্রী মহলের নানান লোভ লালসা উপেক্ষা করে বার বার আন্দোলন সংগ্রামে বীরত্ব দেখিয়ে দলের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন ,, সজাগ তৎপর থাকবেন যেন অনুপ্রবেশকারী দলে ভিড়েতে না পারে !!
মনে রাখবেন দল ক্ষতিগ্রস্হ হলে আপনার আমার কাহারও অস্তিত্ব টিকে থাকবে না ।। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ হবে পরাধীন শৃঙ্খলবন্দি।
তিনি আট মাস আগে থেকে প্রতিটি সভা সমাবেশে ভার্চুয়ালি সর্বোচ্চ বার্তা দিয়ে আসছেন ! " তাহার কথা নির্দেশিত হয়ে কতজন মেনে চলছে !!
কথায় বলে দলে ঘাপটি মেরে বসে থাকা মীরজাফর চোর বদমাশ , সাধুবেশীরা শুনে কি ধর্মের বয়ান ।।
জনাব তারেক রহমান অবশেষে দেখেন দুষ্কৃতকারীরা ভয়ানক সব বিব্রতকর পরিস্থিতি কান্ড ঘটিয়ে চলছে ।।
শেষমেশ পরিকল্পিত মিটফোর্ড হত্যযজ্ঞ তোলপাড় দেশময় """ছড়িয়ে পড়েছে দুর্নাম """ বিএনপি হলো
চাদাবাজ , খুনী , দেশ লুটেরার দল।
এবং সাথে সাথে দেশের সকল স্হানে মিছিল তারেক
হত্যাকারী , এখনই বিএনপি বয়কট করি ""' ঘোষণা দিয়ে রাজপথে এরা কারা !! সরকার কি বিএনপির তারেক রহমান কি রাষ্ট্রের নির্বাহী ??
সরকার তো তাদের মিত্র "" জামাত শিবির কর্মীরা তাদের অতি আপন বিশ্বাসী সহ যোদ্ধা ।।
তাহলে শুধুমাত্র তারেক , বিএনপি দোষী কেন!!
বঝলাম হত্যা , চাঁদা বাজি দখল বানিজ্যে প্রধানত বিএনপির নাম ভাঙিয়ে দাবড়ে আছে কুৎসিত বিকৃত রুচির অমানবিক অসৎ নামধারী কিছু নেতাকর্মী সাথে ৫ আগষ্টের পর অনুপ্রবেশকারী ।।
কেন বার বার এমন পরিস্থিতিতে বিএনপি পড়তে হয়:
সচেতন সুস্থ ধারার দেশপ্রেমিক জনতা গভীরতায় দৃষ্টি দিয়ে অনুধাবন করে দেখুন """ প্রতিটি স্হানে যাদের বয়স ২০/ ৪০-- সমাজের চোখে পরিবারগত বংশহীন
এদের নেই কোন মানসম্মান , সঠিক জ্ঞান চর্চার শিক্ষা , বা কোন পেশাগত কর্মের অভিজ্ঞতা ।।
তখন বেঁচে থাকার সহজ পন্থা "" বৃহত্তর রাজনৈতিক দলে ডুকে পড়া "" অবশ্য এ পথে অভিষেক ৮০ দশকের পর থেকে ""' যখন সমাজের বিশিষ্টজন রাজনৈতিক দলে মূল্যহীন হতে চলছেন ।।
তারা যখন দেখলো "" ক্ষমতার লোভে মন্ত্রী এমপি নেতাকর্মী হবার বাসনায় "" রাষ্ট্রের সম্পদ লুন্ঠনের একমাত্র সহজ পন্থা জাতীয়পার্টি , আওয়ামী লীগ , বিএনপির রাজনৈতিক দলে একদল দূর্বৃত্ত্ব অনুপ্রবেশ চলছে অবৈধ পন্থার কামানো অর্থের বিনিময়ে !!
তারচেয়ে ঢেড় অপমানিত না হয়ে রাজনীতি থেকে দূরে সরে যাওয়া ভালো ।।
সেই সব অসাধু নব্য নেতারা তাদের গোলাম তাবেদার দালাল প্রয়োজন মনে করে , যারা সমাজে বকে যাওয়া দুষ্ট নিরেট বদে বলদ তরুণ বয়সের যুবসমাজের অংশ
বিশেষ কে রাজনৈতিক কোন না কোন পদে ঠাঁই দিয়ে
ব্যবহারে জন্য নিজ দল বা অন্য দলের প্রতিপক্ষ কে
হেনেস্হা করে নিজের অবস্থান পাকাপোক্ত করে হীন স্বার্থ হাঁচিল করা ।।
এখন লক্ষ্য করে দেখুন দীর্ঘ চল্লিশ বছরে রাজনৈতিক দলগুলো তে এরা কেহ বর্তমানে নীতি নির্ধারক অথবা শীর্ষ পদে প্রভাবশালী মহান নেতার আসনে বসে আছে ।।
নির্দেশিত আহবান উপেক্ষিত:
জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার নির্দেশিত আহবান দলের নীতিতে অটল রয়েছে যারা """ তারা হয়তো জিয়ার আদর্শ উজ্জীবিত হয়ে রাষ্ট্রের স্বাধীন সার্বভৌমত্ব প্রতিষ্ঠা কিংবা গনতন্ত্র কায়েমে বিশ্বাসে অটল , সেসব নেতাকর্মীরা দলের সুনাম অক্ষুন্ন রেখে মানুষ কে দলের সমর্থক হওয়ার পথ অনুসরণে আসতে এক অসাধারণ ভূমিকা রাখতে সচেষ্ট থাকেন সবসময়ই
আর অনৈতিক সুবিধা ধারার নেতাকর্মী অশুভ চক্রান্ত মূল কুচিন্তা "" দল গোল্লায় যাক আমার কি !!
আপনি সেসব নেতাকর্মী কারা নিশ্চয়ই জানেন , না জানার কোন কারন নাই ।। সকলের জীবন বৃত্তান্ত দলে অবস্থান কি অবগত রয়েছেন ।।
আপনার উচিত ছিলো আট মাস আগে যখন বুঝলেন তখনই দলের সেইসব বিষধর কাল সাপ ফোঁস করার আগেই উপড়ে ফেলা উচিৎ ছিলো ।।
তাহলে আজকে কেন প্রশ্নের মুখোমুখি আপোষহীন নেত্রী বেগম খালেদা সহ লক্ষ লক্ষ নেতা কর্মী ।। রাষ্ট্রের প্রতি অনুগত্য থেকে জীবনের মায়া ত্যাগ করে হাজারো নিপিড়ীন সহেও সন্ধিক্ষণ মূহুর্তে দল আঁকড়ে পড়ে আছে সেসব নেতাকর্মী ।।
বাংলাদেশী মানুষের বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার আস্থায় থাকতে চায় সৎ নিষ্ঠাবান নেতাকর্মী।
এখনো সময় আছে কি কি রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনা হচ্ছে , সাথে বিএনপির অস্তিত্বে আঘাত হানতে পারে সকল আলামতের লক্ষ্মণ জাতির সামনে তুলে ধরুন।
দলের ভিতরের জঞ্জাল আগাছা নেতাকর্মী শীর্ষ থেকে মাঠ পর্যায়ের যারা জড়িয়ে তাদের নির্মূল করুন ।।
মনে রাখবেন জিয়ার দল বিএনপি গন মানুষের আস্হায় লালিত দল ।। তাই তো দলের ক্রান্তিলগ্নে বার বার দলের পাশে দাঁড়ায় সেসকল দেশপ্রেমিক জনতা
" সেই জন্য বার বার দলের দুঃসময় বা জাতীয় নির্বাচনে সময়ে সমর্থনে দিয়ে নিজদের সহায় অর্থ উজাড় করে দিয়ে মহানুভবতা দেখান তারা অনেকে দেখেছে শহিদ জিয়াউর রহমান সততায় রাষ্ট্র পরিচালনা ।। সে সব সাধারণ সমর্থকেরা দল থেকে সুবিধার ধার ধারে না , এরা হলেন মধ্যবিত্ত কিংবা নিন্ম বিত্তের শ্রেণি পেশার মেহনতি জনতা।।
পরিশেষে বলছি "" দেশ মানুষের ভূখণ্ডের মানচিত্র রাষ্ট্রে ৭৫", ৯০" ২০২৪ইং ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবে হাজারো শহিদ রক্তে রঞ্জিত হলেন দেশপ্রেমে উদ্বেলিত ছিলো বলেই ""
এ জাতি কোন ভীনদেশী আগ্রাসন আধিপত্য প্রতিষ্ঠিত হতে দেবে না ।। চির উন্নত মম শির মাথা নত নাহি।
জীবন দিয়ে লড়ে যাবে তবুও স্বাধীনতা রক্ষায় অগ্নি পরিক্ষায় মেতে উঠেবে প্রতি মূহুর্তে প্রতি ক্ষনে।
লেখক: ফরিদ আহমেদ রিপন
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।