নিজস্ব প্রতিবেদক,ঢাকা
২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুদ আলম বিপিএম। উভয়ই বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে দায়িত্ব পালন করছেন।
শনিবার (১৯ জুলাই ) সন্ধ্যায় রাজধানীর পুলিশ অফিসার্স মেসে অনুষ্ঠিত ব্যাচ সভায় অ্যাসোসিয়েশনের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তারা আগামী দুই বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচন প্রক্রিয়ায় কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, মো. মোতাহার হোসেন ও কামারুম মুনিরা। সভায় ব্যাচের বিপুল সংখ্যক কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং সর্বসম্মতভাবে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় জানানো হয়, অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই প্রকাশ করা হবে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।