নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধরের অভিযোগ উঠেছে কন্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে।
এ ঘটনায় গভীর রাতে নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মিরপুর থানা পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ শেষে সকালে উবার চালক আকবর হোসেনের জিম্মায় নোবেলকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রবিবার (২০জুলাই) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান এ তথ্য নিশ্চিত করেন।
রবিবার দিবাগত রাতে রাজধানীর কল্যাণপুরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সাজ্জাদ রোমান বলেন, উবার চালক আকবর হোসেনের কোন অভিযোগ না থাকায় সকালে তার জিম্মায় গায়ক নোবেলকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।