নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. হানিফ (২৭)–কে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল রাস্তার মাথা এলাকা থেকে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্প এবং র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়নের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ধৃত আসামি মো. হানিফ নোয়াখালী জেলার সেনবাগ থানার আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি। তার বাড়ি দক্ষিণ কেশারপাড়, ৮ নম্বর ওয়ার্ড, কেশারপাড় ইউনিয়নে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ৬ মে স্থানীয় একটি আম গাছের ডাল নিয়ে বিরোধের জেরে পরদিন (৭ মে) ভোরে ফজরের নামাজ শেষে হাটতে বের হলে ভুক্তভোগী মো. আবুল কাশেম (৬৫)-এর ওপর অতর্কিত হামলা চালানো হয়। সেনবাগ উপজেলার দক্ষিণ কেশারপাড় এলাকায় হামলার ঘটনায় কাশেম মারাত্মক আহত হয়ে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ ২-৩ জন অজ্ঞাতনামাকে আসামি করে সেনবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। দীর্ঘদিন নজরদারি শেষে অবশেষে মো. হানিফকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে সেনবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।