নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগের সদস্যরা।
গ্রেফতারকৃতের নাম- কামাল মিয়া (২৬)।
বৃহস্পতিবার (২৪ জুলাই ) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে হবিগঞ্জ জেলা থেকে একজন মাদক কারবারি একটি প্রাইভেটকারযোগে গাঁজা নিয়ে ঢাকায় আসবে। এমন তথ্যের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তা মোড়স্থ আকিজ পাম্পের উত্তর পাশে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ৪৮ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ কামালকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়,গ্রেফতারকৃতর কামাল পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।