নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই হাজারপিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. বাধন (২৪), আলমগীর প্র. পরী (৩৫) ও আব্দুল মান্নান (৪৫)।
শনিবার রাতে দক্ষিণ যাত্রাবাড়ী কবরস্থান রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।
তিনি জানান, যাত্রাবাড়ী থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে জানা যায়, দক্ষিণ যাত্রাবাড়ী কবরস্থান রোড এলাকায় কিছু মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে বাধন, আলমগীর ও মান্নানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২ হাজার পিস ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৪৩ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়। এ সময় কয়েকজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। উদ্ধারকৃত ইয়াবা তারা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।