নিজস্ব প্রতিবেদক
মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল রবিবার রাতে রাজধানীর মিরপুর এক নম্বরে মারধরের ঘটনার পর রাতেই জিডি করা হয়।
জানা গেছে, তাসকিনের বিরুদ্ধে অভিযোগের বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি মিরপুর মডেল থানা।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী সিফাতুর রহমানকে ডেকে নিয়ে মারধর করেন তাসকিন। তাকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি হুমকিও দেন এই জাতীয় দলের পেসার। তারা একসময়ের বন্ধু বলেও জানা গেছে।
জাতীয় দলেল জার্সিতে তাসকিনকে সবশেষ দেখা যায় বাংলাদেশ–পাকিস্তান তৃতীয় টি–টোয়েন্টিতে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।