নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সন্ত্রাস,চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়।
সেনাবাহিনীর সদস্যরা কারওয়ান বাজারের কিচেন মার্কেট, রেললাইনের দুই পাশের বস্তি ও আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছেন। তেজগাঁও সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুন্নুন নাহিদ জানান, কারওয়ান বাজারে সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারওয়ান বাজারের কিচেন মার্কেটের ছাদে তল্লাশি করা হয়েছে। কিছু দোকানেও তল্লাশি করা হয়েছে। এদিকে তেজগাঁও রেললাইনের দুই পাশের বস্তি ঘরেও তল্লাশি করছেন সেনাসদস্যরা।
অভিযানে অংশ নেওয়া দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করছেন। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।