নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় ফজলে রাব্বি সুমন হত্যাকাণ্ডের প্রধান আসামি মুন্না ওরফে ‘পিচ্চি মুন্না’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত ৩০ জুলাই ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-২।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে রাজধানীর কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টার এক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার।
র্যাব জানায়, মোহাম্মদপুরের পাবনা হাউজ গলি এলাকায় বসবাসকারী ফজলে রাব্বির সঙ্গে মাদক বিক্রিকে কেন্দ্র করে বিরোধ ছিল পিচ্চি মুন্নার। একপর্যায়ে রাব্বি তাকে পুলিশে ধরিয়ে দেন। জামিনে মুক্ত হয়ে মুন্না রায়েরবাজার এলাকায় ফজলে রাব্বির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ফজলে রাব্বির বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
এছাড়া র্যাব-২ এর সাম্প্রতিক আরও তিনটি সফল অভিযানের তথ্য সংবাদ সম্মেলনে জানানো হয়—
অভিযান ২: কিশোর গ্যাংয়ের হাতে সোর্স আল-আমিন হত্যা
১৬ জুলাই মোহাম্মদপুরের লাউতলায় কিশোর গ্যাংয়ের হাতে নিহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স আল-আমিন। শত্রুতার জের ধরে মোশারফ ও রিপন ওরফে গিট্টু রিপনের নেতৃত্বে তাকে কুপিয়ে হত্যা করা হয়। র্যাব-২ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে ১৮ জুলাই ভোলা থেকে আসামি দুজনকে গ্রেফতার করা হয়।
অভিযান ৩: গুলশানে ষাটোর্ধ্ব নারী অপহরণ, উদ্ধার ও মূলহোতাসহ তিন গ্রেফতার
গুলশান থেকে অপহৃত ষাটোর্ধ্ব নারী মাকছুদা খানমকে ২১ জুলাই উদ্ধার করে র্যাব-২। ঘটনার মূলহোতা সোহেল রানাকে ২৯ জুলাই নরসিংদীর মাধবদী থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ভাষাটেক ও পল্লবী থেকে আরও দুই অপহরণকারী গ্রেফতার হয়।
অভিযান ৪: ভাইরাল হওয়া অস্ত্রধারী যুবক গ্রেফতার
সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল হওয়া মো. মোশারফ হোসেন ওরফে আলভিকে ৪ জুলাই সামুরাই অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব-২। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
র্যাব-২ জানায়, গ্রেফতারকৃত সব আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।