নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৮১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৬৯ জন।
বৃহস্পতিবার (৩১জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন,গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৬৯ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৩৮৪ জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, দেশীয় পিস্তল ১টি, দেশীয় এলজি ১টি, একনলা বন্দুক ২টি, দেশীয় শুটারগান ১টি, শর্টগানের গুলি ৪ রাউন্ড, শর্টগানের খোসা ৬ রাউন্ড, রাইফেলের গুলি ৫০ রাউন্ড, রাইফেলের গুলির খোসা ৫৩ রাউন্ড, নিস্কৃয় হ্যান্ড গ্যানেড ২ টি।
পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।