নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মুন্সিগঞ্জের পঞ্চসারে প্রায় ২৩০ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড
বৃহস্পতিবার ( ৩১ জুলাই ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার ( ৩০ জুলাই) রাত ৯ টা হতে ভোর ৫ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মুন্সিগঞ্জের সদর থানাধীন পঞ্চসারের পূর্বপাড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৪ টি জাল তৈরির কারখানা ও ১ টি গোডাউন তল্লাশি করে প্রায় ২৩০ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৬ কোটি ৫৭ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল, জাল তৈরির কাজে ব্যবহৃত ৪২ হাজার পিস সুতার রিল এবং ৭০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জাল মুন্সীগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।