নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় হওয়া মামলার এজাহারনামীয় আসামি জানে আলম অপুকে গ্রেফতার করা হয়েছে। অপু জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন গনতান্ত্রিক ছাত্র সংগঠনের যুগ্ম আহ্বায়ক।
শুক্রবার (০১ আগস্ট) সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি জানান,বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে ৫০ লক্ষ টাকা চাঁদাবাজির ঘটনায় গনতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পলাতক জানে আলম অপুকে ওয়ারী থেকে ডিবির ওয়ারী বিভাগের সদস্যরা গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
এর আগে গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে পরিচয় দিয়ে একটি চক্র রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।
তাদের নেতৃত্বে ছিলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক (সদ্য বহিষ্কৃত) জানে আলম অপু ওরফে কাজী গৌরব অপু এবং আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। এ সময় শাম্মী আহমেদ দেশের বাইরে থাকায় তার স্বামী সিদ্দিক আবু জাফরকে জিম্মি করে ভয়ভীতি দেখানো হয়।
চক্রটি বাসায় হুমকি-ধামকি ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে প্রথম ধাপে ১০ লাখ টাকা আদায় করে নেয়। এর মধ্যে ৫ লাখ টাকা ভাগ পান অপু,আর বাকি ৫ লাখ রিয়াদ।
পরবর্তীতে চাঁদার দ্বিতীয় কিস্তি আনতে ১৯ জুলাই সন্ধ্যায় আবারও গুলশানের ওই বাসায় গেলে পুলিশের ফাঁদে পড়ে চক্রের পাঁচ সদস্য গ্রেফতার হন। এরা হলেন_আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়া,ইব্রাহীম হোসেন মুন্না,সাকাদাউন সিয়াম,সাদমান সাদাব,আমিনুল ইসলাম।
তাদের সবাই'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'ও'গণতান্ত্রিক ছাত্র সংসদ'-এর বিভিন্ন পদে ছিলেন। গ্রেফতারের পরপরই সংগঠন থেকে বহিষ্কার করা হয় তাদের।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।