নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা হতে ৮ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম—আনোয়ার হোসেন ওরফে আনা (৪২)।
শনিবার (২ আগস্ট) দুপুরে উত্তরা ১২নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
এদিন সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন উত্তরা পশ্চিম থানাধীন ১২ নং সেক্টরের ৩ নং সড়কের ৩৬ নং বাড়ির স্বপ্ন সুপার শপের সামনে একটি টয়োটা প্রভোক্স গাড়ি তল্লাশি করে ইয়াবাসহ গাড়ি চালক আনোয়ারকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে উত্তরা পশ্চিম থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে জানা যায়। আটক আনোয়ারের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।