নিজস্ব প্রতিবেদক,ঢাকা
৩৭ তম বিসিএস পুলিশ ব্যাচের সভাপতি হিসেবে আবুল বাসার মোল্লা (সহকারী পুলিশ সুপার: ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) ও সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী ইসলাম (সহকারী পুলিশ সুপার,সার্কেল: নারায়ণগঞ্জ) নির্বাচিত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) ইস্কাটন রোডে বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে ৩৭ তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যরা সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করেন।
এছাড়াও উক্ত কমিটিতে, শাহ মোস্তফা তারিকুজ্জামান (সহকারী পুলিশ সুপার, ডিএমপি) সিনিয়র সহ-সভাপতি, তৌফিক আহমেদ (সহকারী পুলিশ সুপার,ডিএমপি) এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, হুসাইন মোহাম্মদ ফারাবী (সহকারী পুলিশ সুপার, ডিএমপি) সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
নির্বাচন প্রক্রিয়ায় জনান এহসান ইমন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, উক্ত সভায় যেসব সদস্যরা উপস্থিত থাকতে পারেননি তারা জুম মিটিং এর মাধ্যমে যুক্ত হন।
কমিটি গঠনের পর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা মুক্তিযুদ্ধ ও জুলাই স্পিরিট’কে ধারণ করে ব্যাচের স্বার্থে ও দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতি ও সেক্রেটারি আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।