নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে দুর্ধর্ষ পেশাদার ছিনতাইকারী ও ১০ মামলার পলাতক আসামী হুমায়ুন কবির ওরফে রনিকে (২৬) গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। সোমবার রাতে তেজগাঁও থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে হুমায়ুন কবির ওরফে রনিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রনি একজন পেশাদার দুর্ধর্ষ ছিনতাইকারী ও মাদক কারবারি। সে তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় নিয়মিত ছিনতাই, চুরি ও মাদক ব্যবসা করতো। তার বিরুদ্ধে তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও শেরেবাংলা নগর থানায় ছিনতাই, চুরি ও মাদকের ১০টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।