নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সামুরাইসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-২। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি সামুরাই উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- বাবর মিয়া (২১),আব্দুর রাকিব (২২) ও একজনের বয়স ১৮ বছরের কম।
সোমবার (৪ আগস্ট) র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) খান আসিফ তপু এ তথ্য জানান।
খান আসিফ তপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় ছিনতাইকারী ছিনতাই করার উদ্দেশ্যে রাজধানীর মোহাম্মদপুর থানার সাত মসজিদ হাউজিং এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় এমন সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য র্যাবের অভিযানিক দল ওই স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে আসামিদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি সামুরাই উদ্ধার করা হয়।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর, আদাবর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি, ও চাঁদাবাজি করে আসছিল। তারা চাপাতি, সামুরাই, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে পথচারীদের কাছে থাকা নগদ টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।