নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের চলমান পরিস্থিতিতে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল রাজধানীর খিলক্ষেত মধ্যপাড়া এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মাসুদ রানা (৩৫)-কে হাতেনাতে আটক করে।
গ্রেফতারকালে মাসুদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত ২ লাখ ৩০ হাজার টাকা এবং ইয়াবা উদ্ধার করা হয়।
এদিন সন্ধ্যায় পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি সূত্র এসব তথ্য জানিয়েছেন।
জানা যায়,মাসুদ রানা গত ৩ আগস্ট রাতে তিন যুবককে একটি ব্যক্তিগত টর্চার সেলে আটক রেখে নির্যাতনের মাধ্যমে চাঁদা আদায় করে। অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে পূর্বাচল আর্মি ক্যাম্প দ্রুত অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, মাসুদ রানা খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি এবং এর আগে গত বছরের সেপ্টেম্বরে উত্তরা আর্মি ক্যাম্পের অভিযানে চাঁদাবাজির দায়ে গ্রেফতার হয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আবার একই অপরাধে লিপ্ত হন, যার ফলে এলাকায় তীব্র অসন্তোষ ও আতঙ্ক বিরাজ করছিল।
তার গ্রেফতারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
আটককৃত মাসুদ রানাকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।