নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও হাত বোমাসহ কুখ্যাত ডাকাত মো. আবু বকর সিদ্দিক ওরফে নিজাম (৪৫) গ্রেফতার হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নোয়াখালীর হাতিয়া উপজেলার বাংলাবাজার মাছ ঘাটে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাতের মাছের আড়তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। এর ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজাম ডাকাতকে আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধি, মাছ ঘাটের সাধারণ সম্পাদক ও জনসাধারণের উপস্থিতিতে "বিসমিল্লাহ মৎস্য আড়ত"-এ তল্লাশি চালানো হয়। সেখানে থেকে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র,২ রাউন্ড তাজা কার্তুজ,১ রাউন্ড ফাঁকা কার্তুজ,৩টি দেশীয় অস্ত্র এবং ২৯টি হাত বোমা উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।