
মাঠে ফেরার জন্য লিওনেল মেসিকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ইন্টার মায়ামি দলের প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো নিশ্চিত করেছেন, মেজর লিগ সকারের (এমএলএস) পরবর্তী ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে পাওয়া যাবে না আর্জেন্টাইন তারকাকে।
ব্যস্ত সূচির মধ্যে এই ম্যাচে মেসিকে খেলানো ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করেন কোচ মাসচেরানো। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘লিওকে আগামীকাল (সোমবার) পাওয়া যাবে না। সে ঠিক আছে, কিন্তু সামনের সূচি বিবেচনায় নিয়ে এখনই তাকে খেলানো ঝুঁকির হবে। তাই অরল্যান্ডোতে তার না যাওয়াই ভালো সিদ্ধান্ত। আমরা আশা করছি, খুব শিগগিরই সে মাঠে ফিরবে।’
গত ২ আগস্ট লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচের একাদশ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। পরে পরীক্ষায় তার ডান পায়ের পেশিতে মাইনর ইনজুরির বিষয়টি জানায় ক্লাব। তবে ফেরার সময় সম্পর্কে নির্দিষ্ট কিছু জানানো হয়নি।
মায়ামি তাদের পরবর্তী এমএলএস ম্যাচে বাংলাদেশ সময় সোমবার সকালেই খেলবে অরল্যান্ডো সিটির মাঠে। এরপর আগামী ১৬ আগস্ট এলএ গ্যালাক্সির মুখোমুখি হবে তারা। তিন দিন পর লিগস কাপের কোয়ার্টার-ফাইনালে টাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে খেলবে মায়ামি।
মেসিকে ছাড়াই মায়ামি শেষ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে। মেক্সিকোর ক্লাব পুমাস ইউএনএএমকে ৩-১ গোলে হারিয়ে লিগস কাপের শেষ আটে জায়গা করে নেয় তারা।
চোটে পড়ার আগে ৩৮ বছর বয়সী মেসি ছিলেন অসাধারণ ফর্মে, দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন গোল ও অ্যাসিস্টে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।