নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল অবমুক্ত করার চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তার নাম রমজান আলী।
রবিবার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গত ২ আগস্ট বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় রমজান আলী নামক এক ব্যক্তির মোটরসাইকেল আটক করে ট্রাফিক মিরপুর বিভাগের ডাম্পিং ইয়ার্ডে রাখা হয়। পরে ওই ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া রেকার স্লিপ এবং ডাম্পিং স্লিপ তৈরি করে আজ ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেলটি ছাড়াতে যান।
এসময় ডাম্পিং ইয়ার্ডে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট বিষয়টি খেয়াল করেন এবং লক্ষ্য করেন যে,জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা স্লিপে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর ও সিল জাল করা। তাৎক্ষণিক রমজান আলীকে আটক করে জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা কাগজপত্র জব্দ করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।