নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সাবেক স্ত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় মো.শফিকুল ইসলাম কাজী (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।
রবিবার (১০আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
কাফরুল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন,গত ১৯ এপ্রিল ভিকটিম সুমি আক্তার (২১) ও মো.শফিকুল ইসলাম কাজী বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে চলতি বছরের (৩০ জুন) সুমি আক্তার তার স্বামীকে তালাক দেয়। তালাকের পরও উভয়ে পাশাপাশি বাসায় বসবাস করতো এবং তাদের মধ্যে তালাক নিয়ে বিরোধ অব্যাহত ছিল। তাদের একমাত্র সন্তান বাবার কাছে থাকতো এবং সুমি আক্তার মাঝেমধ্যে খাবার নিয়ে গিয়ে সন্তানকে খাইয়ে দিতেন।
তিনি বলেন,পরে ২১ জুলাই সন্ধ্যা অনুমানিক ৭টার দিকে কাফরুল থানাধীন বাইশটেকি,ইমামনগর এলাকায় সুমি আক্তার যথারীতি ছেলের জন্য খাবার নিয়ে তার সাবেক স্বামীর বাসায় যান এবং সন্তানসহ একসাথে রাতের খাবার খান। রাত অনুমানিক ৩টার দিকে শফিকুল রুমে তালা দিয়ে ছেলেকে নিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে ছেলে কান্নাকাটি করতে থাকে।
এ সময় তাদের প্রতিবেশী সামিয়া আক্তার ও তার স্বামী রাসেল খেয়াল করলে শফিকুল তার ছেলেকে রেখে চাবি নিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা তখন বাসার মালিক মো.হায়দার আলীকে ডেকে আনেন কিন্তু শফিকুলের কোন খোঁজ পাওয়া যায়নি। পরদিন (২২ জুলাই) সকাল অনুমানিক ৯টার দিকে উপস্থিত লোকজনের সামনে বাসার মালিক শফিকুলের বাসার তালা ভেঙ্গে প্রবেশ করে দেখেন যে লাল-সাদা প্লাস্টিকের বস্তায় ঢাকা অবস্থায় সুমি আক্তারের লাশ খাটের নীচে পড়ে আছে এবং গলায় ওড়না পেঁচানো রয়েছে। তাৎক্ষণিক কাফরুল থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন,এ ঘটনায় ডিএমপি কাফরুল থানায় একটি হত্যা মামলা হয়। মামলার প্রেক্ষিতে শনিবার (৯ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে কাফরুল থানার একটি অভিযান দল মদনগঞ্জ নৌ-পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কলাগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শফিকুলকে আদালতে হাজির করা হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।