নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার(১৭ আগস্ট) বিকালে গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। সাথীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় মামলা আছে। বর্তমানে তাকে মিন্টোরোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
রবিবার(১৭ আগস্ট) সন্ধ্যায় ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা গেছে,যাত্রাবাড়ী থানায় হওয়া আসাদ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি নাসির উদ্দিন সাথী। নিহতের বাবা মো.জয়নাল বাদী হয়ে মামলাটি করেছিলেন। বর্তমানে মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।