নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ধানমন্ডিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে জানা গেছে,শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।
ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, 'গতকাল আমরা তাকে নজরদারিতে রেখেছিলাম। পরে রাতে তাকে ধানমণ্ডির একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ সকালে আমরা তাকে ঝিনাইদহ পাঠিয়ে দিয়েছি। সেখানে তার বিরুদ্ধে মামলা আছে।
উল্লেখ্য,শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।