নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের একটি টিম ৪৬ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সেকান্দর সরকারকে গ্রেফতার করেছে। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টা ৫ মিনিটে উত্তরখান থানাধীন এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া জানান,গ্রেফতারের পর সেকান্দর সরকারকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সেকান্দর সরকার ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৪৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের মাউসাছদ ইউনিটের যুব ও ক্রীড়া সম্পাদক ছিলেন।
স্থানীয়ভাবে তার বাড়ি উত্তরখান থানার মাউসাছদ গ্রামে। তার বাবার জলিল।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।