নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর তেজগাঁও বিভাগে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— নিয়মিত মামলার আসামি,মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী,চোর, ডাকাত, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অপরাধীরা।
বুধবার দিনভর তেজগাঁও বিভাগের ছয়টি থানায় এ অভিযান পরিচালিত হয়। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজানের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে টহল ও বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
পুলিশের বিশেষ এ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ২১ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৮ জন, আদাবর থানা থেকে ১২ জন, হাতিরঝিল থানা থেকে ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ৪ জন এবং তেজগাঁও থানা থেকে ৩ জনকে আটক করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলো—আদাবর থানা: রিয়া মনি ওরফে রেনু আক্তার, নুর নাহার, আছমা খাতুন, মায়া আক্তার ওরফে বৃষ্টি, সোনিয়া আক্তারসহ ১২ জন।
মোহাম্মদপুর থানা: সাহেব বিশ্বাস, সিয়াম, রেদোয়ান, সোহাগ, রাকিব, আ: রহমান, ইউসুফসহ মোট ১৮ জন।
শেরেবাংলা নগর থানা: অমিত বৈদ্য, সুজন, সবুজ, রিপন, আনিস, নাঈম, রাকিব, টিটন ওরফে লিটনসহ ২১ জন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, অপরাধ দমনে তেজগাঁও বিভাগে প্রতিনিয়ত এ অভিযান চলছে এবং এঅভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।